Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাঁশবাড়ীয়া ইউনিয়ন

 

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাধীন বাঁশবাড়ীয়া ইউনিয়ন অত্র জেলায় দশমিনা উপজেলার একটি গুরুত্ব পূর্ণ ইউনিয়ন। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি দশমিনা  উপজেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, খেলার মাঠ,  সরকারী-বেসরকারী অফিস রয়েছে। সব কিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে। আয়তন ২৬.৪৮র্বগ মাইল মৌজা ০৩ টি গ্রাম ০৫টি লোক সংখ্যা ২৪৮৮৬ (ক) পুরুষ ১২৯৯৭ (খ) মহিলা ১১৮৮৯ (শিক্ষারহার) ৫৬% ভোটার সংখ্যা ১০০৩১(ক) পুরুষ ৪৮১৮(খ) মহিলা ৫২০৩ উচ্চবিদ্যালয় ২ টিসরকারী  বেসরকা প্রাথমিক বিদ্যালয় ১৯টি শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয় ১টি কিন্ডার গার্ডেন বিদ্যালয় ১টি মাদ্রাসা ৩টি মসজিদ ৬৮টি এফ, ডব্লিউ, সি ১টি কৃত্রিম প্রজনন কেন্দ্র ১‍টি কবরস্থান ১০টি ক্লাব/সমিতি ১৫টি খেলারমাঠ ৫টি ব্যাংক ২টি ইউনিয়ন ভূমি অফিস ১টি ডাকঘর ০১টি  বিদ্যুতায়িত গ্রাম ৫টি জমির পরিমাণ ৫৮৫০ একর (ক) আবাদি জমি ৫৮৩০ একর (খ) অনাবাদি ২০একর,  ইটখোলা ২টি চরবাঁশবাড়ীয়া বীজবর্ধন খামার নামে একটি খামর যা এশিয়া মহাদেশের ২য় বীজ বর্ধণ খামরা হিসাবে পরিচিত প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে দশ হাজার একর জমিতে পরিচালিত হয়ে আসছে।

মাও: মহিউদ্দিন